LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
বেঙ্গলে গাইবেন কবিতা ও শাহীনুর, গাইতে পারেন যে কেউ
January 28, 2021
ঢাকা থেকে মাগুরা গেলো কচ্ছপ
January 28, 2021
লিবিয়ার মিজদাহ শহরে গত মে মাসে পাচারকারীদের গুলিতে নিহত হন ২৬ জন বাংলাদেশি। ওই সময় গুরুতর আহত হন ১১ জন। এর মধ্যে দুজনের এখনো চিকিৎসা চলছে লিবিয়াতেই। আর বাকি ৯ জনসহ মোট ১৬৪ জন দেশে ফিরেছেন। মধ্যে ৩৯ জন অসুস্থ। তাঁদের সরকারি ব্যবস্থাপনায় সঙ্গনিরোধে রাখা হয়েছে।
মিজদাহর ওই নৃশংস ঘটনায় গুলিতে আহত মোহাম্মদ সৈয়দ খান বলেন, ‘এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমার শরীরে গুলি লাগে এবং চার মাস পর আমি দেশে ফেরার মতো সুস্থ হই। এখনো অনেকেই পুরোপুরি সুস্থ হননি, আমরা এখনো আতঙ্কিত।’
লিবিয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা-সহায়তা দেওয়া এবং ফ্লাইটের ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৈয়দ খান। তাঁর মতো লিবিয়া ফেরত সবাইকে একই সহায়তা দিচ্ছে আইওএম। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। চিকিৎসা ও মনোসামাজিক সেবার পাশাপাশি আর্থিক সহায়তা পাবেন তাঁরা। আর্থিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা শুরু করে নিজের পরিবারের ভরণপোষণ নিশ্চিত করতে পারবেন তাঁরা।
আইওএম জানায়, গত বুধবার দেশে পৌঁছান ১৬৪ বাংলাদেশি। তাৎক্ষণিক সহায়তার জন্য তাঁদের সঙ্গে ছিলেন মেডিকেল সহায়তা দানকারীরাও। সরকার-নির্ধারিত সঙ্গনিরোধ শেষে তাদের সহায়তা করবে আইওএম।
আইওএম বাংলাদেশ-এর মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, অভিবাসী কর্মীদের বিপদ বাড়িয়ে দিয়েছে করোনা। অভিবাসীদের স্বাস্থ্যসেবা, আশ্রয়, খাদ্য, কনস্যুলার সেবা এবং সর্বোচ্চ বিপদাপন্নদের জন্য দেশে ফেরত আনার ফ্লাইট নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে আইওএম।
If you want to do something, do it. If you can do that. And if you can overcome all obstacles, then you will succeed. Alibd24