জাহির খান-সাগরিকা ঘাটকের পরিবারে বড় ধাক্কা! চলে গেলেন প্রিয় পরিবারের সদস্য Sagarika Ghatge, Who Lost Her Father, Writes Thank You For Teaching Me How To Be Brave | cricket
‘‘আমি মারাত্মক শূন্যতা অনুভব করছি, যা আর কোনওদিন পূর্ণ হবে না । ’’
#মুম্বই:অভিনেত্রী সাগরিকা ঘাটকে আর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের পরিবারে দুঃসংবাদ । ৬৪ বছর বয়সে চলে গেলেন সাগরিকার বাবা । বাবার স্মৃতির উদ্দেশ্যে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সাগরিকা । ছোটবেলার নানা সুন্দর মুহূর্তের ছবি ভেসে উঠেছে সেই নস্ট্যালজিক পোস্টটিতে । ছোটবেলায় বাবা, মা, ভাই ও তাঁদের বাড়ির পোষ্যের সঙ্গে সাহরিকার ছবিগুলি দেখলে মন জুড়িয়ে যায় ।
সেই পোস্টের ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘‘বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের সঙ্গে আর কোনওদিন থাকবে না । তবে আমি জানি তুমি এখন অনেক শান্তিপূর্ণ জায়গায় আছো । আমি মারাত্মক শূন্যতা অনুভব করছি, যা আর কোনওদিন পূর্ণ হবে না । অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে এত সাহসী করে গড়ে তোলার জন্য । লভ ইউ লট ড্যাডি । তোমাকে ভীষণ মিস করছি ।
সাগরিকার এই পোস্টের পরেই একের পর এক তারকারা শোকজ্ঞাপন করতে শুরু করেন । অনেকেই দুঃখপ্রকাশ করেন । যুবরাজ সিংয়ের স্ত্রী হেজেল কিচ লেখেন ‘‘আই অ্যাম সো সরি ফর ইওর লস ।’’ অভিনেত্রী বিদ্যা মালভেদ যিনি ‘চক দে ইন্ডিয়া’য় সাগরিকার কো-স্টার ছিলেন, তিনি লেখেন,‘‘ইয়েস মাই লভ….তুমি খুব স্ট্রং আর সাহসী । তোমার জন্য অনেক ভালবাসা আর প্রার্থনা রইল ।’’