ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বায়রা লাইফ ইন্সুরেন্স নামে এক বীমা কোম্পানীর কাছে জমানো টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, বীমা গ্রাহক শাহিন শেখ, ফেরদৌস জামান, সালমা খাতুন, ইসহাক আলী ও মজনু মিয়া প্রমুখ।
জানা গেছে, ২০০৭ সালে উপজেলার মথুরাপুর ইউনিয়ন শাখা থেকে প্রতিষ্ঠানটির মাঠ কর্মী গোয়ালভাগ গ্রামের রেজাউল সরকার সঞ্চয় বীমা হিসেবে গ্রাহক সংগ্রহ করেন। ২০১৮ সাল পর্যন্ত কমপক্ষে ১হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা আদায় করেন। ১০ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পরও বীমার টাকা ফেরত না পাওয়ায় বিপাকে পড়েন গ্রাহকেরা। এ ঘটনায় বীমা কর্মী রেজাউল সরকারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন গোয়ালভাগ গ্রামের বীমা গ্রাহক শাহিন শেখ।
এ বিষয়ে বীমা কর্মী রেজাউল সরকার বলেন, গ্রাহকদের বীমার দাবীকৃত টাকা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। পর্যায়ক্রমে সব গ্রাহকের টাকা পরিশোধ করা হবে। তারপরও কতিপয় ব্যক্তি গ্রাহকদের উস্কানি দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, বীমা কর্মীর বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।