ধোনি নাকি ১৮০০ টাকার বকেয়া মেটাননি, হাওয়ার গতিতে ছড়াল খবর, তারপর | MS Dhoni has already setteled his due of rupees 1800 with Jharkhand Cricket Assosiation | ipl
#রাঁচি : IPL চলাকালীন এম এস ধোনি আবার একবার বিতর্কে৷ কী কাণ্ড, কী কাণ্ড – ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ১৮০০ টাকা পায়! যেটা নাকি মার্চের ৩১ তারিখ অবধি মিটিয়ে দেননি ধোনি৷
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফলতম অধিনায়ক – চেন্নাই সুপার কিংস সব কিছুই তিনি ছোঁয়ামাত্র সোনা হয়ে গেছে৷ অসাধারণ তাঁর নেতৃত্বদানের ক্ষমতা, তাঁর দুরন্ত ব্যাটিং স্কিল৷ রাঁচি তারকা- আন্তর্জাতিক কেরিয়ার সোনায় মোড়া৷ ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ রয়েছে৷ সেই ধোনিই নাকি ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসেসিয়েশনের কাছে ১৮০০ টাকা বকেয়া আছে৷
JSCA -র বিতর্কিত এই তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ ভারতের স্কিপারের হয়ে অবশ্য প্রাক্তন ক্রিকেটার ও অ্যাক্টিভিস্ট শেষ নাথ পাঠক এই বকেয়া টাকা জমা দিতে চাইলেও সেটা নাকি কোনও ভাবে দেওয়া সম্ভব হয়নি৷ JSCA- র অফিস থেকে জানানো হয়েছে সঞ্জয় সহায় এই লেনেদেন গ্রহণ করতে পারেননি কারণ ড্রাফট নেওয়া যেত না৷
এদিকে ধোনির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পরেই সেই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ আসরে নামতে হয় ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৷ বুধবার দিনের মধ্যেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচিব সহায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সব সেটেলমেন্ট হয়ে গেছে ৷ এর আগে যে খবর এসেছিল সেটা মার্চের ৩১ তারিখের নথির ভিত্তিতে ৷ অর্থবর্ষের শেষে হিসেব মেলানোর সময় ওই অর্থ বকেয়া ছিল৷ কিন্তু তারপর সেটা মিটিয়ে দেওয়া হয়েছে, এখন আর ঝাড়খন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ধোনির থেকে কিছু পায় না৷
ধোনির আজীবন সদস্যপদের মূল্য ১০০০০ টাকা ও তার পাশাপাশি জিএসটি ১৮০০ টাকা- প্রাথমিকভাবে এই টাকাই বকেয়া রাখার অভিযোগ উঠেছিল ধোনির বিরুদ্ধ৷ এই মুহূর্তে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে রয়েছেন তিনি৷ একেই সিএসকে শিবিরে করোনা হানা, একাধিক সিনিয়র ক্রিকেটারের না থাকার মতো সমস্যার সঙ্গে ডিল করে দল সাজাতে হচ্ছে তাঁকে, তারমধ্যে এই ১৮০০ টাকা বকেয়ার ঘটনা আরও একবার ব্যতিব্যস্ত করল তাঁকে৷