তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধুনট থানা পুলিশ। আটক শহিদুল জেলার ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মৃত.আব্দুর রশিদের ছেলে। রোববার (৪ ঠা অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধুনট থানা সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী উলিপুর এলাকায় মাদক দ্রব্য বিক্রি করছিল বলে গোপন সংবাদ আসে। এর উপর ভিত্তি করে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন ও এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ৭০ পিচ ইয়াবা ট্যবলেট জব্দ করা হয়।
ধুনট থানার (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ৫ অক্টোবর সোমবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।