এস,আই শাওন:
“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা লিটন, সেলিম, পুসাস সদস্য বৃন্দ।
বক্তারা বলেন, উৎপাদনশীলতা যে কোন দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, উৎপাদনশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই জন্য উৎপাদনশীলতা বাড়াতে হবে। টেকসই উন্নয়ন এবং প্রবৃদ্ধির জন্য দক্ষ জনবল দরকার। আর দক্ষ জনবল তৈরির জন্য চাই প্রশিক্ষণ। এছাড়া শ্রমিক অসন্তোষ থাকলে সেখানে উৎপাদনশীলতা বাড়বেনা। তাই সকলের সমন্বিত প্রচেষ্টায় উৎপাদনশীলতা বাড়ানো যেতে পারে।