এস, আই শাওন:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সহ-সভাপতি, দৈনিক দূর্জয় বাংলার সাবেক নির্বাহী সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক স্বর্গীয় দীপঙ্কর চক্রবর্তীর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ রা অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাপ্তাহিক আজকে শেরপুর পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মুন্সি সাইফুল বারী ডাবলু।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রথম আলোর শেরপুর বগুড়া প্রতিনিধি সাংবাদিক সবুজ চৌধূরী, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর ছেলে শেরপুর প্রেসক্লাবের সদস্য অনিরুদ্ধ চক্রবর্তী গোপা। শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, সাংবাদিক আব্দুল হামিদ, প্রবীর মোহন্ত, শহিদুল ইসলাম শাওন, উৎপল মালাকার, আব্দুল ওয়াদুদ, আবু জাহের, অশোক কুমার, তাপস বসাক, শাকিল আহম্মেদ, যোবায়ের হোসেন, মাহফুজ আহম্মেদ প্রমূখ। সভার শুরুতে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী বিগত ২০০৪ সালের ২ রা অক্টোবর বগুড়ায় তার কর্মস্থল থেকে নিজবাড়ী শেরপুরের স্যানালপাড়ায় প্রবেশের পথে বাড়ী থেকে ২০ গজ দুরে ল্যাম্পপোষ্টের সামনে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হন। বক্তারা অনতিবিলম্বে আসামীর ফাঁসি কার্যকরের দাবী জানান।