LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
OnePlus Nord all featured and reviews:
July 27, 2020
গিনিতে দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৫
March 8, 2021
আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট/গ্রেডশিট, প্রশিক্ষণ (কম্পিউটার ও অন্যান্য প্রশিক্ষণ) ও অভিজ্ঞতার সনদপত্র, জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর পাঠাতে হবে। উপরিউক্ত কাগজপত্রের অনুলিপি ও প্রার্থীর ছবি সত্যায়িত করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কাগজপত্রসহ ২ (দুই) সেট আবেদনপত্র জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোন শাখা থেকে ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর প্রার্থিত পদের জন্য ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে পূরণ করা নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই–মেইল অ্যাড্রেস (যদি থাকে), জন্মতারিখ, নির্ধারিত তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, প্রাপ্ত শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়), চাকরির অভিজ্ঞতা (যথা পদের নাম, চাকরিকাল, নিয়োগকারী কর্তৃপক্ষের নাম–ঠিকানা) ইত্যাদি উল্লেখ করতে হবে।
সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটার/অগ্রায়নসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (প্রত্যয়ন করার প্রয়োজন নেই) সংযোজনপূর্বক মোট ২ (দুই) সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর আগামী ২০ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে অথবা নিজ হাতে/প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
If you want to do something, do it. If you can do that. And if you can overcome all obstacles, then you will succeed. Alibd24