LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
OnePlus Nord all featured and reviews:
July 27, 2020
বাসার ভাইয়ের মাথায় বাড়ি
March 8, 2021
এস,আই শাওন:
চালের দাম বৃদ্ধি পাচ্ছে। মিল মালিকরা মজুদ কারসাজি করে চালের বাজারে অস্থিরতা সৃষ্ঠি করা হচ্ছে কিনা বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনানুযায়ী সরেজমিন পরিদর্শনে নেমেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখে।
আজ ২৭ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন অটো-রাইস মিল/সেমি অটো-রাইস মিল সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম।
এ সময় মিল-মালিকদের সাথে কথা বলে চালের মজুদ না করা বা কারসাজি করে চালের মূল্য বৃদ্ধি না করতে পরামর্শ দেয়া হয়।
এ ছাড়াও ধান-চাল পাটের ব্যাগে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এবং সকলকে পাটের মোড়ক ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়। চালের দাম বৃদ্ধি রোধকল্পে এবং পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখে।
If you want to do something, do it. If you can do that. And if you can overcome all obstacles, then you will succeed. Alibd24