নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুরে শেরপুরে বাবা-মা’র সাথে অভিমান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। কলেজ ছাত্র আকাশ (১৭) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের আমাদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
আকাশ, শেরপুর ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। (২০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আকাশ।
জানা যায়, আকাশ ও বৃষ্টি (ছদ্মনাম) একই এলাকার। তারা একসাথে পড়ালেখা করতো। সেই সুবাদে দুজনের মাঝে এক প্রেমের সম্পর্কগড়ে উঠায় বৃষ্টিকে বিয়ে করতে চায় আকাশ। কিন্ত এতে বাঁধ সাধে দেয় বাবা-মা। এই অভিমানে নিজ বাড়ীতে ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে।
এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শেরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি দায়ের করা হয়েছে।