নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা লিটনকে দায়িত্ব দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা কৃষক লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এবং তার হাতে দায়িত্ব হস্তান্তরের কাগজ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য বজলার রহমান বকুল, শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ প্রমুখ।
নেতারা জানান, শেরপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল আলম আইয়ুব খান। গত ৩১ আগস্ট জরুরী সভার সিদ্ধান্তক্রমে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
সংগঠনের সার্বিক কর্মকান্ড গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গোলাম মোস্তফা লিটনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।