সুখবর, একাদশতম দল হিসেব এবারের আইএসএলেই খেলবে ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন নীতা অম্বানি | It is official that east bengal will play ISL this year says Nita Ambani | sports
ফলে এ মরশুমেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ডার্বির উন্মাদনায় মাততে পারবেন দুই দলের সমর্থকরাই৷
#: ATK -র সঙ্গে গাঁটছড়া বাঁধার পর মোহনবাগান এ মরশুমের আইএসএলে খেলবে তা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই উষ্মায় ছিলেন লক্ষ -লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক৷ লম্বা সময়ের অপেক্ষা, ছিল ঘোর অনিশ্চয়তাও৷ তবে ২৭ সেপ্টেম্বর সবচেয়ে খুশি-র খবরটা দিয়ে দিলেন ৷ সরকারি ভাবে জানিয়ে দিলেন এই মরশুমেই আইএসএলে খেলবে লাল-হলুদ৷
স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)–এর চেয়ারপার্সন নীতা আম্বানি। রবিবার জানিয়ে দিলেন, ২০২০/২১ মরসুমের আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। এ মাসের শুরুতেই ইস্টবেঙ্গলে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কলকাতার শ্রী সিমেন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু সময়ের অনিশ্চয়তার পর স্পনসর পায় ইস্টবেঙ্গল৷ এরপরেই কার্যত নিশ্চিত ছিল ইস্টবেঙ্গলের (East Bengal) ISL খেলা৷ রবিবার সেই খবরে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিলেন নীতা অম্বানি৷
ফলে এ মরশুমেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ডার্বির উন্মাদনায় মাততে পারবেন দুই দলের সমর্থকরাই৷
OFFICIAL 📝
Mrs. Nita Ambani, Founder & Chairperson, FSDL, confirms the expansion of #HeroISL for the 2020-21 season!
এদিন নীতা অম্বানি জানালেন, ‘‘আইএসএল–এর জন্য এটি অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ইস্টবেঙ্গল ক্লাব ও তার লক্ষ লক্ষ সমর্থকদের লিগে স্বাগত জানাচ্ছি। দুই ঐতিহ্যশালী ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে অনেক সুযোগ আনতে চলেছে।আশা করব বাংলার দুই প্রধান ক্লাব ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।”
আইএসএলের একাদশতম দল হিসেবে এবারের আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল৷ আগের বিনিয়োগকারী সংস্থা চলে যাওয়ার পরে নতুন বিনিয়োগকারীর খোঁজে ছিল ইস্ট বেঙ্গল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইস্টবেঙ্গলের জন্য লগ্নিকারী খুঁজতে শুরু করেন মুকেশ এবং নীতা অম্বানিরা। কয়েকটি সংস্থার সঙ্গে কথাবার্তা এগোলেও তা মাঝপথেই থেমে গিয়েছিল। শেষ পর্যন্ত বিনিয়োগ করে শ্রী সিমেন্ট।আইএসএলে বাকি দশটি ক্লাব হল- এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইইন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি।