#কলকাতা: আইএসএলে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরেই লাল-হলুদ জুড়ে এখন দল গোছানোর তৎপরতা। কোচের হটসিটে রুবি ফোলারের মত ফুটবল ব্যক্তিত্বের নাম ভাসছে। বিদেশি নির্বাচনেও আঁট-ঘাট বেঁধে নেমেছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুরের ছেলে প্রশান্ত বাঙ্গুর নিজেই ফুটবলার রিক্রুটমেন্টের বিষয়টি দেখছেন।
প্রথম বছর দেরিতে নামলেও ভারসাম্যের দল তৈরিতে খামতি নেই লাল-হলুদের নতুন বিনিয়োগকারীদের। ইস্টবেঙ্গলের শীর্ষ-কর্তা দেবব্রত সরকার রবিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভাতেও সমর্থকদের আশ্বাস দিয়েছেন, “ভাল দল গড়ছি আমরা। দল গড়ার সময়ে ক্লাবের শতবর্ষের বিষয়টা আমাদের মাথায় রয়েছে।”
ইস্টবেঙ্গল যখন দল গোছাতে ব্যস্ত, চির প্রতিপক্ষ সবুজ-মেরুন তখন পৌঁছে গিয়েছে গোয়ায়। আরব সাগরের তীরে আপাতত কোয়ারেন্টাইন পর্ব ফুটবলারদের। তবু তার মধ্যেই নিজেদের কটেজে ফিটনেস ট্রেনিংয়ে খামতি নেই প্রীতম, প্রণয়, প্রবীরদের। প্রত্যেক ফুটবলারের জন্য বরাদ্দ হয়েছে আলাদা কটেজ। নিজস্ব কটেজের বারান্দাতেই ফিটনেস ট্রেনিং সারছেন ফুটবলাররা। বেশিরভাগ ফুটবলারই বাড়িতে যে রুটিন মেনে চলছিলেন, গোয়াতেও তাই করছেন।
আজ, সোমবার গোয়াতে সন্দেশ ঝিঙ্গানের যোগ দেওয়ার কথা। চণ্ডীগড় থেকে দিল্লি হয়ে সন্দেশের আসার কথা। গোয়া পৌঁছে বাকি সতীর্থদের মতো তিনিও সেলফ আইসোলেশনে থাকবেন। মিনার্ভা অ্যাকাডেমিতে নিয়মিত ট্রেনিং করে নিজের ফিটনেস ধরে রেখেছেন ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার।
রবিবার এটিকে মোহনবাগান ফুটবলারদের গোয়াতে প্রথমবার করোনা পরীক্ষা হয়। ফুটবলারের কটেজে গিয়ে লালারস সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ দিনে ৪ বার করোনা পরীক্ষা হবে প্রীতমদের। সতর্কতার মধ্য দিয়ে কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন ফুটবলাররা। গোয়ার নভোটেল রিসর্টের ব্যবস্থাপনায় দারুণ খুশি এটিকে-মোহনবাগান ফুটবলাররা। হোটেলের নিজস্ব বিচ রয়েছে। চারিদিক সবুজে ঘেরা মনোরম পরিবেশ। স্বদেশি ফুটবলাররা ঠিক ভাবে গোয়া পৌঁছেছেন কী না, টিম ম্যানেজমেন্টকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস।
বুধবার বিকেলে ক্লাবে বৈঠকে বসছেন মোহনবাগান কর্তারা। এটিকে-মোহনবাগান দলের সঙ্গে গোয়ায় কী ভাবে যুক্ত থাকবেন সাবেকি কর্তারা, সেই বিষয়ে রূপরেখা তৈরি করতে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন সচিব সৃঞ্জয় বোস, অর্থ-সচিব দেবাশীষ দত্তরা। এটিকে-মোহনবাগানের আভ্যন্তরীণ বিষয়ে কী ভাবে, কতটা যুক্ত থাকবে মোহনবাগান, সেই বিষয়ে আলোচনা সারতেই ক্লাব তাঁবুতে এগজিকিউটিভ কমিটির বৈঠক ডেকেছেন সচিব সৃঞ্জয় বোস।