কেকেআর আজকের ম্যাচে খেলাচ্ছে না কুলদীপ যাদবকে ৷
#শারজা: টুর্নামেন্টে শুরুটা ভাল হয়নি ৷ কিন্তু প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই ক্ষুরধার হয়ে উঠছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ছন্নছাড়া দেখিয়েছে দীনেশ কার্তিকের দলকে। দ্বিতীয় ম্যাচ থেকে ততটাই সাবলীল ক্রিকেট উপহার দিয়েছে কিং খানের দল।
শেষ দু’ম্যাচ জিতে নাইটদের সংগ্রহে আপাতত চার পয়েন্ট। আজ, শনিবার শারজায় কার্তিকদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷ কেকেআর আজকের ম্যাচে খেলাচ্ছে না কুলদীপ যাদবকে ৷ তাঁর বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠী ৷ অন্যদিকে দিল্লির দলে দুটি পরিবর্তন ৷ ইশান্ত শর্মার জায়গায় হর্ষল প্যাটেল এবং ফিট হওয়ার পর এদিনের ম্যাচে খেলছেন রবীচন্দ্রন অশ্বিনও ৷
আবু ধাবি বা দুবাইয়ের চেয়ে শারজার মাঠ অনেকটাই ছোট ৷ এই মাঠেই রাজস্থানের রাহুল তেওয়াটিয়ার ছক্কার বন্যা দেখা গিয়েছিল ৷ শনিবারের ম্যাচেও তাই নাইটদের ভরসা অ্যান্দ্রে রাসেল ৷ শারজার ছোট মাঠে রাসেলের ছক্কার প্রার্থনা কেকেআর সমর্থকদের ৷
Published by:
Siddhartha Sarkar
First published:
October 3, 2020, 7:19 PM IST
পুরো খবর পড়ুন