LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
#শারজাহ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ মুম্বই অধিনায়ক নিজে বড় রান না পেলেও প্রথমে ব্যাট করে হায়দরাবাদের বিরুদ্ধে বড় রানই করল মুম্বই৷ নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রাখল তারা৷
এ দিন শুরুতেই ফিরে যান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ কিন্তু মাত্র ৩৯ বলে ৬৭ রান করে ফর্মে ফেরেন আর এক ওপেনার কুইন্টন ডি কক৷ সূর্যকুমার যাদব, ঈশান কিষানরা বড় রান না পেলেও দলের রান ওঠার গতি কমতে দেননি৷ শেষ দিকে যথারীতি ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড৷ শেষ ওভারে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলে ২০ রান করেন ক্রণাল পান্ডিয়া৷
এ দিন চোটের কারণে হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার৷ ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে হায়বাদের বোলিং আক্রমণ৷ হায়দরাবাদের সবথেকে সফল বোলার রশিদ খান৷ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি৷
Published by:
Debamoy Ghosh
First published:
October 4, 2020, 5:19 PM IST
If you want to do something, do it. If you can do that. And if you can overcome all obstacles, then you will succeed. Alibd24