আজ লড়াই রাজস্থান ও বিরাটের রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরের ৷
#আবুধাবি: আইপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এবারের আইপিএলের এটাই প্রথম দিনের বেলার ম্যাচ ৷ আবুধাবির ৩৫ ডিগ্রির উপরে গরমে খেলতে নামছে বিরাট ও স্মিথের দল ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ৷
অভিনব কর্মসূচি নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)! যার নাম— ‘মেন্টরশিপ প্রোগ্রাম’। আইপিএলে বিরাট কোহালি, এবি ডেভিলিয়ার্সদের দলে দু’জন করে ক্রিকেটারের জুটি তৈরি করা হচ্ছে। যেখানে প্রত্যেক জুনিয়র ক্রিকেটারের সঙ্গে পরামর্শদাতা হিসেবে থাকবেন এক জন অভিজ্ঞ কেউ। যিনি সেই জুনিয়রকে ক্রিকেটীয় পরামর্শ দেবেন, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান দেবদত্ত পাড়িকলের ‘মেন্টর’ করা হয়েছে অধিনায়ক কোহালিকে! প্রতিশ্রুতিমান ভারতীয় পেসার নবদীপ সাইনিকে সাহায্য করার দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেন।
Published by:
Siddhartha Sarkar
First published:
October 3, 2020, 3:09 PM IST