LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
OnePlus Nord all featured and reviews:
July 27, 2020
গিনিতে দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৫
March 8, 2021
1/ 6
আজ, ২ অক্টোবর ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Redmi 9 Prime। দুপুর ১২টা থেকে Amazon ও Mi.com থেকে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি। অগাস্ট মাসের শুরুতেই এই ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। রেডমি ৯ প্রাইম-এর দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই বাজেট স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক Helio G80 অক্টা কোর প্রসেসর।
2/ 6
Redmi 9 Prime-এর 4GB+64GB ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা আর 4GB+128GB ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ফোনটি স্পেস ব্লু, মিন্ট গ্রীন, সানরাইজ ফ্লেয়ার, এবং ম্যাট ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
3/ 6
অ্যামাজন থেকে ফিনটি কেনার সময় যদি গ্রাহক Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে গ্রাহকরা ৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন।
4/ 6
Redmi 9 Prime-এ রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে । প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ -এর উপরে চলবে কোম্পানির এমআইইউআই ১১ ইউআই অপারেটিং সিস্টেম হিসাবে। ফোনের ভিতরে রয়েছে Helio G80 জি৮০ অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।
5/ 6
ছবি তোলার জন্য রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের AI প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে রিয়ার ক্যামেরা দিয়ে
6/ 6
পাওয়ারের জন্য রয়েছে 5020mAh ব্যাটারি, যা 18 W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের সঙ্গে থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করেছে যে এই ফোনের ব্যাটারি ১৮৫ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৩১ ঘণ্টা কলিং ব্যাকআপের সঙ্গে আসে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Bluetooth v5.0, USB Type-C পোর্ট আর 3.5 এমএম হেডফোন জ্যাক।
If you want to do something, do it. If you can do that. And if you can overcome all obstacles, then you will succeed. Alibd24