নবদিন ডেস্ক:
বগুড়ার ধুনটে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলায় চাকরি জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা,রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মুতি মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, ধুনট উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মশিউর রহমান, রজিবুল হক, আব্দুস সালাম, মিজানুর রহমান, আব্দুল বারিক, শুশান্ত কুমার সাহা, ফজলুল হক, সাদিয়া আফরিন ও আশফুন খাতুন প্রমুখ।