#দুবাই :ওপেনিংয়ে পৃথ্বী এবং মিডল অর্ডারে স্টোয়ানিস ও পন্থ । মূলত এঁদের সুবাদেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে ৪ উইকেটে ১৯৬ রান করল দিল্লি ক্যাপিটাল্স।
পৃথ্বী যে ফর্মে রয়েছেন আরসিবি-র বিরুদ্ধে ম্যাচেও সেই ঝলকানিই দেখাল তাঁর ব্যাট৷ এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটাল্সকে ঝকঝকে শুরু দেন প্রতিভাবান পৃথ্বী৷ মাত্র ২৩ বল ৪২ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তবে পৃথ্বীর তলোয়ার ঝকঝক করলেও এদিন শিখর ধাওয়ান নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না৷ ২৮ বলে ৩২ রান করেন৷
এদিন আরসিবি-তে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ পৃথ্বীকে আউট করে আরসিবি-কে কাঙ্খিত ব্রেক থ্রু দেন৷ এরপর উদানা ধাওয়ানের উইকেট নেন৷ এদিন দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে মাত্র ১১ রানে প্যাকআপ করে দেন মইন আলি৷
পৃথ্বীর দুরন্ত শুরুর পর হঠাৎই যেন থমকে গেল দিল্লির চাকা যখন মনে হচ্ছিল তখন স্টোয়ানিস ও পন্থ জুটি দিল্লি ক্যাপিটাল্সকে ফের রানের জোয়ারে ফিরিয়ে আনে৷ এদিন অর্ধ শতরান করেন স্টোয়ানিস এটা তাঁর এবারের আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান। পন্থ ২৫ বলে ৩৭ করে আউট হন৷২৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন মার্ক স্টোয়ানিস৷
The @DelhiCapitals have got off to a flying start here in Dubai.
এদিকে এর আগে অমিত মিশ্র চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ তাঁর জায়গায় পরিবর্তন সহ আরসিবি- ক্যাম্পের জাম্পার পেটজনিত অস্বস্তি তাই তাঁর জায়গাতেও এল বদলি৷ এছাড়াও দিল্লি ও আরসিবি দুই দলেই বেশ কয়েকটি পরিবর্তন আছে৷
Match 19. Royal Challengers Bangalore XI: D Padikkal, A Finch, V Kohli, AB de Villiers, M Ali, S Dube, W Sundar, I Udana, N Saini, M Siraj, Y Chahal https://t.co/0nnpEEtos8#RCBvDC#Dream11IPL#IPL2020