LattePanda 4G/64GB – a Win10 Development Board
September 3, 2020
Galaxy Note 20 Ultra – hands on quick look.
July 7, 2020
হাজীগঞ্জ বিএনপির ৬৯ নেতা-কর্মীর আগাম জামিন
January 20, 2021
সাকিবের হয়ে কথা বলেছে মিরপুরের উইকেট
January 20, 2021
Photo Courtesy: IPLT20.com/BCCI
সানরাইজার্স হায়দরাবাদ: ১৪২/৪ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৪৫/৩ (১৮ ওভার)
৭ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স
#আবুধাবি: প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধরাশায়ী হওয়ার পর শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল নাইটদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই ৷ আর সেই কাজে দারুণভাবে সফল শাহরুখ খানের দল ৷ ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই এদিন ম্যাচ জিতল কেকেআর ৷ সৌজন্যে অবশ্যই শুভমান গিল ৷ ৬২ বলে ৭০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ নাইটরাও ম্যাচ বের করে নেয় অনায়াসে ৷ ৭ উইকেটে হেরে এই নিয়ে পরপর দুটি ম্যাচে হার হজম ওয়ার্নারের সানরাইজার্সের ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ ৷ ফলে জয়ের জন্য কলকাতার সামনে টার্গেট দাঁড়ায় ১৪৩ রানের ৷ রান তাড়া করতে নেমে একসময় তিন-তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর ৷ কিন্তু নারিন, কার্তিকদের ব্যর্থতা ঢেকে দেন শুভমান গিল ৷ প্রথমে নীতিশ রানা (২৬) এবং পরে ইয়ন মর্গ্যানের সঙ্গে জুটিতে দলকে জয় এনে দেন শুভমান ৷ ২৯ বলে ৪২ রান করে নট আউট থাকেন মর্গ্যান ৷
.@KKRiders register their first victory of #Dream11IPL 2020 with 2 overs to spare.
They beat #SRH by 7 wickets.#Dream11IPL #KKRvSRH pic.twitter.com/xQkR6gha9u
— IndianPremierLeague (@IPL) September 26, 2020
এ দিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে দারুণ ছন্দে ধরা দেন প্যাট কামিন্স। হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে হাত খুলতেই দেননি অজি পেসার। বারবার ঝামেলায় ফেলেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোকেও। ওয়ার্নার-বেয়ারস্টো শুরু থেকে রুদ্র মূর্তি ধরতে না পারায় সানরাইজার্স হায়দরাবাদও ঝড় তুলতে পারেনি। শুরু থেকে রানের গতি না বাড়ায় ২০ ওভারে হায়দরাবাদ ১৪২ রানই স্কোরবোর্ডে তুলতে সমর্থ হয়।
.@RealShubmanGill is the Man of the Match for his match-winning knock of 70*off 62 deliveries.#Dream11IPL #KKRvSRH pic.twitter.com/pl6Ep1mVhd
— IndianPremierLeague (@IPL) September 26, 2020
এ দিন শুরু থেকেই সানরাইজার্সের বিরুদ্ধে ছন্দে ছিল কেকেআর-এর বোলিং আক্রমণ৷ প্রথম ম্যাচে প্রত্যাশার ধারে কাছে না গেলেও এ দিন বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন প্যাট কামিন্স৷ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি৷ শুরুতেই জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দিয়ে হায়দরাবাদ ব্যাটিংকে ধাক্কা দেন কামিন্সই৷ তবে কেকেআর-এর বোলিং আক্রমণে এ দিনের চমক ছিল তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী৷ গত বছর আইপিএল-এ আরসিবি-র হয়ে খেললেও সেভাবে সুযোগ পাননি বরুণ৷ এ দিন অবশ্য বল হাতে আক্রমণে এসে বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন তরুণ এই স্পিনার৷ চার ওভারে মাত্র ২৫ রান দেন তিনি৷ তাঁকে খেলতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়েন ওয়ার্নার, মনীশ পাণ্ডেরা ৷ ভাল বোলিং করেছেন মাভি এবং অ্যান্দ্রে রাসেলও ৷
হায়দরাবাদের হয়ে এ দিন প্রথম এগারোয় সুযোগ পেয়েছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা৷ চার নম্বরে নেমে খুব আক্রমণাত্মক ব্যাটিং করতে না পারলেও মনীশ পাণ্ডের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়েন তিনি৷ ৩১ বলে ৩০ রান করেন ঋদ্ধি ৷ তিন নম্বরে নেমে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মণীশ পান্ডে৷