MI vs SRH Dream 11 Team-Prediction: বাইশ গজে লড়াইয়ের আগে জেনে নিন দুই দলের শক্তি-দুর্বলতা | mi vs srh dream 11 team prediction for todays match | ipl
#দুবাই: IPL 2020 -তে রবিবার ৪ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স৷ দুই দলের মধ্যের বাইশ গজের লড়াই হবে শাহজাহান ক্রিকেট স্টেডিয়ামে৷ মু্ম্বই ও হায়দরাবাদ দুই দলই এখনও অবধি চারটি করে ম্যাচ খেলেছ৷ দুটি দলই ২ টি করে ম্যাচ জিতেছে এবং ২ টি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে ৷রানরেটের নিরিখে হায়দরাবাদকে টপকে মুম্বই ক্রমতালিকার (IPL Points Table) তিন নম্বরে রয়েছে অন্যদিকে হায়দরাবাদ রয়েছে চার নম্বরে৷
চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর একবার আইপিএল খেতাব সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে৷ এ মরশুমে তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৷ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের গত ম্যাচ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলেছে৷ সেই ম্যাচে তারা ৪৮ রানে জিতেছিল৷ এই ম্যাচে রোহিত শর্মা অধিনায়কোচিত ৭০ রান করেছিলেন৷ আর শেষদিকের রানের ফুলঝুরি ঝরেছিল কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে৷
সানরাইজার্স হায়দরাবাদ গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলেছিল৷ সেই ম্যাচে হায়দরাবাদ ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়েছিল৷ এই ম্যাচে হায়দরাবাদের তরুণ ক্রিকেটার প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন৷ তাদের ইনিংসের সুবাদেই কার্যত জয়ের যোগ্য টোটাল করেছিল হায়দরাবাদ৷ মাত্র ৬৯ রানে হায়দরাবাদের প্রধান চারটি উইকেট পতনের পরে প্রিয়ম ও অভিষেকের কারণেই লড়াইয়ের মতো ১৬৪ রানের লক্ষ্য খাড়া করতে পেরেছিল তারা৷