রাজস্থানের জয়ের পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তা হল বাউন্ডারি লাইনে কিংস ইলেভেনের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণের অবিশ্বাস্য সেভ !
#শারজা: প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। রুদ্ধশ্বাস এই ম্যাচ যে স্টিভ স্মিথের দল জিতে নেবে, তা হয়তো অতি বড় রাজস্থান সমর্থকরাও ভাবেননি। স্টিভ স্মিথ (২৭ বলে ৫০), সঞ্জু স্যামসন (৪২ বলে ৮৫), রাহুল তেওয়াটিয়া (৩১ বলে ৫৩) ও জোফ্রা আর্চারের (৩ বলে ১৩) ঝড়ে পঞ্জাবকে উড়িয়ে দিল রাজস্থান।
কিন্তু রাজস্থানের জয়ের পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তা হল বাউন্ডারি লাইনে কিংস ইলেভেনের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণের অবিশ্বাস্য সেভ ! হাওয়ায় উড়ে ছক্কা বাঁচালেন তিনি ৷ ক্যাচটা ধরেই ফেলেছিলেন ৷ কিন্তু নিজে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ায় উড়ন্ত অবস্থাতেই ক্যাচ ধরে বলটি ছুড়ে ফেলেন তিনি ৷ নিকোলাস পুরাণের এই কীর্তিতে গোটা ক্রিকেটবিশ্ব হাঁ ! কীভাবে তিনি এটা করলেন ! অবিশ্বাস্য….এই সব মন্তব্যই এখন ভেসে আসছে ট্যুইটারে ৷ পুরাণের প্রশংসায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ ট্যুইট করে তিনি লেখেন, ‘‘ অবিশ্বাস্য ! এটাই আমার জীবনে দেখা সেরা সেভ !’’
রাজস্থানের ইনিংসের অষ্টম ওভারে এই ঘটনাটি ঘটে ৷ যখন মুরুগান অশ্বিনের বলে প্রায় ছক্কা হাঁকিয়েই ফেলেছিলেন সঞ্জু স্যামসন ৷ কিন্তু তা হতে দেননি পুরাণ ৷ পাখির মতো উড়ে গিয়ে নিশ্চিত ছক্কা বাঁচান তিনি ৷
Published by:
Siddhartha Sarkar
First published:
September 28, 2020, 10:31 AM IST